হবে নাকি Coffee?
Connecting creators with their supporters
আমাদের গল্প (Our Story)
হবে নাকি Coffee? হলো এমন একটি প্ল্যাটফর্ম, যেখানে আপনি আপনার ভক্ত ও অনুসারীদের থেকে অতিরিক্ত আয় করতে পারেন। শুধু একটি লিংক শেয়ার করলেই ৩০-৪০% বেশি উপার্জন সম্ভব। আপনার প্রিয় সমর্থকদের আপনাকে সাহায্য করার সুযোগ দিন। এক্সক্লুসিভ কনটেন্ট, উপহার, ব্যক্তিগত পণ্য এবং সরাসরি সাপোর্ট—সবকিছুই এখন এক জায়গায়!
হবে নাকি Coffee? is a platform where you can earn extra money from your fans and followers. Earn 30-40% more just by sharing a single link. Give your loyal supporters a chance to show their appreciation. From exclusive content and gifts to personal products and one-on-one support—everything is now possible from a single platform.
আমরা কারা (Who We Are)
হবে নাকি Coffee? এর পেছনে রয়েছে একটি ছোট্ট কিন্তু উৎসাহী দল। আমরা অক্লান্তভাবে কাজ করছি আমাদের প্ল্যাটফর্ম বাড়াতে এবং সারাদেশের আরো বেশি সৃষ্টিশীল মানুষদের কাছে পৌঁছাতে। যা একটি সাধারণ চিন্তা হিসেবে শুরু হয়েছিল, তা এখন পরিণত হয়েছে একটি লক্ষ্যে— সৃষ্টিশীল মানুষদের ক্ষমতায়ন করা এবং তাদের সমর্থকদের সাথে অর্থপূর্ণ সম্পর্ক গড়ে তোলা।
Behind হবে নাকি Coffee? is a small, dedicated team of passionate individuals. We're working tirelessly to expand our platform and reach more creators across the country. What started as a simple idea has grown into a mission to empower creators and build meaningful connections between them and their supporters.
আমাদের প্রতিশ্রুতি (Our Commitment)
প্রতিটি কোড লাইন, প্রতিটি ফিচার, এবং প্রতিটি আপডেট আপনাদের প্রতি—আমাদের ব্যবহারকারীদের প্রতি আমাদের গভীর প্রতিশ্রুতি থেকে আসে। আমরা অসংখ্য রাত জেগেছি, অনেক চ্যালেঞ্জ পেরিয়েছি, এবং এই প্ল্যাটফর্ম তৈরি করতে আমাদের পুরো হৃদয় ঢেলে দিয়েছি। আপনাদের সাফল্যই আমাদের সাফল্য, এবং আমাদের প্ল্যাটফর্মের মাধ্যমে সৃষ্টিশীল মানুষদের উন্নতি দেখে আমরা গর্বিত।
আমরা বুঝি যে নিজের সৃষ্টিকে বিশ্বের সামনে তুলে ধরতে কতটা সাহস লাগে, এবং আপনার এই যাত্রার অংশ হতে পেরে আমরা সম্মানিত। আপনাদের মতামতই আমাদের পথ নির্ধারণ করে, এবং আপনাদের গল্পগুলোই আমাদের উন্নতির পথে এগিয়ে যাওয়ার প্রেরণা জোগায়।
Every line of code, every feature, and every update comes from our deep commitment to you—our users. We've spent countless late nights, overcome numerous challenges, and poured our hearts into building this platform. Your success is our success, and we take immense pride in seeing creators thrive through our platform.
We understand the courage it takes to share your work with the world, and we're honored to be part of your journey. Your feedback shapes our roadmap, and your stories fuel our motivation to keep improving.
"We believe that every creator deserves to be valued and supported. Our mission is to make that possible, one coffee at a time."
হবে নাকি Coffee?