সাধারণ প্রশ্নসমূহ
হবে নাকি Coffee? - যে প্রশ্নগুলো সাধারণত আপনার মনে আসতে পারে। যদি কোনো প্রশ্ন থাকে যা এখানে উল্লেখ করা হয়নি, তাহলে অনুগ্রহ করে যোগাযোগ করুন।
"হবে নাকি কফি" - একটি প্ল্যাটফর্ম যার মাধ্যমে ক্রিয়েটররা (যেমন লেখক, শিল্পী, কন্টেন্ট ক্রিয়েটর) তাদের সাপোর্টারদের কাছ থেকে কফি কিনে নেওয়ার অনুরোধ করতে পারেন। এটি একটি সিম্বলিক উপায় যেখানে ব্যবহারকারীরা তাদের পছন্দের ক্রিয়েটরদের আর্থিক সহায়তা করতে পারেন। ৩০-৪০% বেশি ইনকাম করুন শুধুমাত্র একটি লিঙ্ক শেয়ার করেই। এক্সক্লুসিভ কন্টেন্ট, গিফট, নিজস্ব প্রোডাক্ট থেকে শুরু করে যে কোন ধরনের ১-১ সাপোর্ট এখন শুধুমাত্র একটি প্লাটফর্ম থেকেই।
যে কেউ এই প্ল্যাটফর্ম ব্যবহার করতে পারেন, বিশেষ করে ইউটিউবার, ব্লগার, শিল্পী, গায়ক, ফ্রিল্যান্সার, শিক্ষক এবং যেকোনো ধরনের কন্টেন্ট ক্রিয়েটর যারা তাদের সাপোর্টারদের কাছ থেকে আর্থিক সহায়তা পেতে চান।
আপনার প্রোফাইলে গিয়ে "Payouts" পেইজ এ ক্লিক করুন। উত্তোলনের পরিমাণ এবং পদ্ধতি (বিকাশ/নগদ/ব্যাংক) নির্বাচন করুন এবং "Withdraw" বাটনে ক্লিক করুন। ২৪-৪৮ ঘণ্টার মধ্যে টাকা পেয়ে যাবেন (কাজের দিন অনুযায়ী)। এটা এতটাই সহজ!
আপনার সাপোর্টাররা আপনার প্রোফাইলে গিয়ে পছন্দমত কফি সংখ্যা বাছাই করে "Support $$" বাটনে ক্লিক করে টাকা পাঠাতে পারবে। এটা খুবই সহজ পদ্ধতি। এরপর একটা পেমেন্ট ফরম দেখানো হবে যেখানে তারা পেমেন্ট করতে পারবে। আমরা সব ধরনের পেমেন্ট অপশন সমর্থন করি (বিকাশ/নগদ/ব্যাংক ইত্যাদি)।
ওয়েবসাইটের হোমপেজে গিয়ে "সাইন আপ" বাটনে ক্লিক করুন। ইমেইল, ফোন নম্বর বা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট (Google, Facebook) ব্যবহার করে রেজিস্ট্রেশন সম্পন্ন করুন। প্রোফাইল সেটআপ করুন এবং কফি রিকুয়েস্ট পোস্ট করা শুরু করুন!
আমরা কোনো মাসিক ফি নেই না। এটা একদম ফ্রি, যতদিন খুশি ব্যবহার করেতে পারবেন। প্রকাশনা ও ইমেইলসহ সব সুবিধা সবার জন্য বিনামূল্যে। আমরা শুধুমাত্র ৫% লেনদেন ফি নেই, আর ক্রিয়েটররা তাদের আয়ের ৯৫% নিজেরাই পান। আপনি আয় করলেই আমরা আয় করি। আমরা কখনোই বিজ্ঞাপন দেখাই না বা আপনার ডাটা বিক্রি করা হচ্ছে না। আপনার ডাটার উপর আপনার সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে।
আমরা সমস্ত লেনদেন SSL এনক্রিপশনের মাধ্যমে সুরক্ষিত করি। আমরা কোনো ব্যক্তিগত তথ্য (কার্ডের ডিটেইলস) সংরক্ষণ করি না। আমরা কোন ধরনের বিজ্ঞাপন দেখাই না বা আপনার ডাটা বিক্রি করি না। আপনার ডাটার উপর আপনার সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে। যে কোন সমস্যার জন্য আমাদের সাপোর্ট টিম সবসময় আপনার সাথে কাজ করে থাকবে।
না। আপনার সাপোর্টাররা কোনো ফি প্রদান করতে বাধ্য নয়। তারা যদি মনে করেন তাদের পছন্দের ক্রিয়েটরকে সাপোর্ট করতে চান, তাহলে তারা কফির সমপরিমাণ টাকা প্রদান করতে পারেন। তাদের কাছে থেকে কোনো অতিরিক্ত ফি নেওয়া হয় না।
হ্যাঁ! আপনি আপনার সাপোর্টারদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন। আপনি তাদের প্রোফাইলে গিয়ে মেসেজ পাঠাতে পারবেন। আপনার প্রিমিয়াম মেম্বারদের এক্সক্লুসিভ কন্টেন্ট, গিফট বা অন্য যে কোন ধরনের সাপোর্ট প্রদান করতে পারবেন।
হ্যাঁ! আপনি আপনার নিজস্ব প্রোডাক্ট বিক্রি করতে পারবেন। আপনি আপনার প্রোফাইলে গিয়ে "প্রোডাক্ট" বাটনে ক্লিক করে নিজস্ব প্রোডাক্ট আপলোড করতে পারবেন। এক্সক্লুসিভ tShirt, মাস্ক, বুক, পোস্টার বা যে কোন ধরনের প্রোডাক্ট বিক্রি করতে পারবেন।
আপনি আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে আমাদের কন্ট্যাক্ট পেজে যান এবং আপনার প্রশ্ন বা মতামত প্রেরণ করুন। আমরা সবসময় আপনাদের সাথে আছি। আমাদের ইমেইল এড্রেস "support@hobenakicoffee.com"।